বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অনলাইনে বিক্রির জন্য ৮ লাখ ডলারের ভুয়া প্রসাধনী আমদানি, আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

উন্নতমানের প্রসাধনীর জন্য বিখ্যাত সিঙ্গাপুরেও ধরা পড়ল ভুয়া প্রসাধনী এবং পারফিউম। দেশটিতে ১৬ হাজার পিস নকল প্রসাধনী পণ্য আমদানি এবং সঙ্গে রাখার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জব্দ পণ্যগুলোর মূল্য ৮ লাখ মার্কিন ডলারেরও বেশি।

সিঙ্গাপুর পুলিশ বাহিনী এবং সিঙ্গাপুর শুল্ক বিভাগ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই সিঙ্গাপুর শুল্ক বিভাগ নকল সন্দেহে ২শ’টির বেশি পারফিউম এবং অন্যান্য কসমেটিক পণ্যের একটি চালান পরীক্ষা করে দেখে। পণ্যগুলো নকল, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে বিস্তারিত তদন্তের জন্য মামলাটি সিঙ্গাপুর সিআইডির কাছে হস্তান্তর করে শুল্ক বিভাগ।

এরপর তদন্তের এক পর্যায়ে টানা ১৯ ঘণ্টার অভিযানে গত ৬ আগস্ট সিআইডির কর্মকর্তারা ২১ এবং ২৩ বছর বয়সী দুই তরুণীকে আরও বিপুল পরিমাণ আমদানিকৃত ভুয়া প্রসাধনীর মজুদসহ গ্রেপ্তার করেন।

সিঙ্গাপুরের ট্যাম্পাইনস নর্থ ড্রাইভ এবং সানভিউ রোড এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার ও পণ্য জব্দ করতে সফল হয় সিআইডি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই নারী নকল পণ্যগুলো অনলাইনে বিক্রি করার জন্য এনেছিলেন। পণ্যগুলোর গায়ে ভুয়া ট্রেডমার্ক ছাপানো রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি