শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কথিত চার জীনের বাদশা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ একটি পিতলের মূর্তিসহ কথিত চার জীনের বদশাকে গ্রেফতার করেছে। তারা পিতলের পুতলকে সোনার মূর্তি বলে বিক্রি করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শালিখা থানায় মামলা হয়েছে।

গ্রেফতার চারজন হলেন- টগর মোল্লা, বাবার আলী, আরিফ ও আব্দুল গনি। তাদের বাড়ি শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে।

মাগুরার দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার ( পদোন্নতিপ্রাপ্ত এসপি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বিপুল অর্থ সম্পদের মালিক বানানোর স্বপ্ন দেখিয়ে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে আসছিল। মঙ্গলবারও চক্রটি সীমাখালী এলাকায় একটি পরিবারের সাথে একইভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলো। এ সময় শালিখা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি পিতলের পুতুলসহ কতিথ চার জীনের বাদশা প্রতারককে গ্রেফতার করে। পরে পুলিশি জ্ঞিাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি