শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘২১ আগস্টের ঘটনার মামলায় তারেক রহমান ষড়যন্ত্রের শিকার : রিজভী


‘২১ আগস্টের ঘটনার মামলায় তারেক রহমান ষড়যন্ত্রের শিকার : রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘২১ আগস্টের ঘটনা নিশ্চয়ই একটি মর্মান্তিক ঘটনা। আমরা সেদিন প্রত্যেকেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। যেকোনো সরকারের আমলেই নানা কুচক্রী, ষড়যন্ত্রকারীরা ঘটনা ঘটাতে পারে। এই আওয়ামী লীগের আমলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’

রিজভী বলেন, ‘বিভাজন, বিভেদ, সন্ত্রাসের রাজনীতি আওয়ামী লীগ করেছে।’ আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেছেন, ‘এ মামলায় তারেক রহমান ষড়যন্ত্রের শিকার।’ তিনি বলেন, ‘সম্পূরক চার্জশিট নিয়ে এসে তারেক রহমান সাহেবের নাম দেওয়া হয়েছে। তার আগের যে চার্জশিট দেওয়া হয়েছিল, তাদেরই আন্দোলনের ফসল সেখানে তারেক রহমানের নাম ছিল না।’

আওয়ামী লীগের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ওই সময় কোনো তদন্তে সহযোগিতা করেনি আওয়ামী লীগ। তারাই ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করেছিল।’ তিনি আরো বলেন, ‘বিভাজন, বিভেদ, সন্ত্রাসের রাজনীতি তারা করেছে। এখন তো মনে হয়, এ ঘটনা তাদেরই পরিকল্পিত ছিল কি না, সেটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করে তাঁর চিকিৎসা নিয়েও অবজ্ঞা এবং উপহাস করছে বলে অভিযোগ করেন রিজভী। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার সবকিছুতেই মিথ্যাচার করছে, এমনকি ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা গোপন করে মিথ্যাচার করে যাচ্ছে তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি