বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » এনরিকের আদরের মেয়েটি পাড়ি জমিয়েছে না ফেরার দেশে


এনরিকের আদরের মেয়েটি পাড়ি জমিয়েছে না ফেরার দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৯


পূর্বাশা ডেস্ক:

স্পেন ও বার্সেলোনার সাবেক কোচ লুই এনরিকের নয় বছর বয়সী কন্যাশিশু জানা না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। এনরিকের সন্তান বিয়োগের খবরে শোক প্রকাশ করছে গোটা ফুটবল দুনিয়া। শোক প্রকাশের পাশাপাশি এনরিকের প্রতি সবাই ভালোবাসা, সহমর্মিতা ও পূর্ণ মানসিক সমর্থনের কথাও জানাচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাড়ের ক্যানসারে আক্রান্ত জানা দীর্ঘ পাঁচ মাস লড়াই করার পর মৃত্যুর কাছে হার মানে।

গতকালই বিষয়টি নিশ্চিত করে টুইটারে এনরিকে লিখেছেন, অস্টিওসার্কোমার (হাড়ের ক্যানসার) সঙ্গে পাঁচ মাস লড়াইয়ের পর আজ (গতকাল) বিকালে আমাদের নয় বছর বয়সী মেয়ে জানা মারা গেছে। তুমি আমাদের পরিবারের আলোকবর্তিকা হয়ে থাকবে। আমরা তোমাকে খুব মিস করবো। তবে সব সময়ই তোমাকে মনে থাকবে আর আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। এ কয়েকটি মাসে যারা ভালোবাসা ও বিচক্ষণতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

স্পেনের প্রধানমন্ত্রী, টেনিস তারকা রাফায়েল নাদাল, ফুটবল তারকা লিওনেল মেসি, স্প্যানিশ ফুটবল ফেডারেশন, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদও শোক জানিয়েছে।

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনাকে ‘ট্রেবল’ জিতিয়েছিলেন এনরিকে। সাবেক এ কোচের প্রতি বার্সেলোনা তাদের শোক বার্তায় বলেছে, এই কঠিন সময়ে লুইস এনরিকের পরিবারের প্রতি আমরা সমবেদনা ও শোক জানাচ্ছি।

নিজের ইনস্টাগ্রামে লিওনেল মেসি লিখেছেন, জগতের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।

গত মে মাসে খবর বেরিয়েছিল- স্পেনের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে ব্যাপারে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন লুইস এনরিকে। ৪৯ বছর বয়সী সাবেক বার্সেলোনা কোচ স্বদিচ্ছায় বেশ কিছুদিন ধরে স্প্যানিশ দল থেকে বিচ্ছিন্ন আছেন। এরপর ১৯ জুন তিনি সবাইকে অবাক করে দিয়ে স্পেন ফুটবল দলের কোচের পদ ছাড়েন।

স্পেনের কোচের পদ ছাড়ার আগে এনরিকে ফেডারেশন, কর্মকর্তা এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছিলেন। তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) লুই রুবিয়ালেস বলেছিলেন, তার জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে।

এর আগে গত মার্চের ২৭ তারিখ ২০২০ ইউরো বাছাই পর্বে মাল্টার বিপক্ষে স্পেনের ম্যাচের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে ছুটি নেন এনরিকে। এরপর আর দলে ফেরেননি তিনি। তার এমন ছুটি নেয়ার কারণ সম্পর্কে তখন খুব কম মানুষই আসলে জানতেন।

পরে জানা যায়, এনরিকের স্ত্রী ফোন করে তাদের সন্তানের ক্যানসার হওয়ার খবর জানান। আর তখনই এনরিকের বাড়ি ফিরে যাওয়ার জন্য বার্সেলোনা থেকে দ্রুত মাল্টায় বিমান পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি