বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাবের অভিযানে তিন ভুয়া চিকিৎসক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে রোগী দেখার সময় পদ্মা ডায়াগনস্টিক সেন্টার থেকে মোঃ মহসিন ভূঁইয়া, পূণ কেয়ার সেন্টার থেকে মোঃ আবু সাঈদ ও অন্য একটি কিনিক থেকে ইশরাত জাহান নামে তিন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার দুপুরে গৌরীপুর বাজারে র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, এই তিন জন উপজেলার গৌরীপুরে ডিপ্লোমাধারী হয়ে নিজেদের ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলো । তাদের মধ্যে একজন এসএসসি ও একজন দাখিল পাস বলে জানা যায়। সাধারণ রোগীদের প্রতারণার করে কখনো এই সকল ভুয়া ডাক্তারা বিশেষজ্ঞ বা অভিজ্ঞতার পরিচয় দিয়ে চিকিৎসার কাযক্রম চালিয়ে আসছিলো। নানা রকম টেস্ট,ভুল চিকিৎসায় অনেক রোগীদের সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে যেতো ।

এই সকল ভুয়া ডাক্তারদের ব্যাপারে আরো কঠিন পদপে গ্রহণ করার আহবান জানান ভুক্তভোগী রোগীরা। র‌্যাবের অভিযানের সংবাদ পেয়ে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনিস্টক ও কিনিকের মালিক এবং চিকিৎসকরা পালিয়ে যায়। র‌্যাবের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি