বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৯.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত দুই মাসে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) এবং জেলা-উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে এই পর্যন্ত ১ হাজার ৫৪ জন আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে কুমিল্লায় কোন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয় কুমিল্লায়। তারমধ্যে বেশির ভাগই রাজধানীতে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসা সেবা নিতে আসেন। যাদের স্থায়ী ঠিকানা কুমিল্লা এবং আশপাশের জেলাগুলোতে। তবে কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে আগস্ট মাসের শুরুতে।

কুমিল্লা জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক আবদুল মালেক জানান, কুমেক এবং জেলা-উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে গত দুই মাসে ১ হাজার ৫৪ জন আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এইসব রোগীদের মধ্যে ১ হাজার ০৬জন সেবা নিয়ে বাড়ি গিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ৪৮ জন আক্রান্ত রোগী ভর্তি হয়ে সেবা নিচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি