শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে ”বন্দুকযুদ্ধে” ৩ ডাকাত নিহত, ওসিসহ ৪ পুলিশ আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন।
রােববার রাতে উপজেলার কামাল্লায় গােমতী নদীর বেড়িবাঁধে। । এ বন্দুকযুদ্ধ হয়। নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের জয়নাল । আবেদীনের ছেলে বাবুল, ব্রাহ্মণপাড়ার গােপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল ও বুড়িচংয়ের জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া।

আহতরা হলেন- বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মােজাম্মেল, এএসআই গােলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মাে.মাঈনুদ্দিন জানান, কামাল্লায় গােমতী নদীর বেড়িবাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি সেখানে অভিযান চালায়। এ সময় অভিযানের টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। থানা পুলিশ ও ডিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এতে তিন ডাকাত আহত হলে অন্যরা পালিয়ে যায়। এ সময় ওসিসহ চার পুলিশ আহত হয়। পরে ঘটনাস্থল পিস্তল,পাইপগান,গুলি, রামদা ও আহত তিন ডাকাতকে উদ্ধার করা হয়। এরপর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘােষণা করেন।

ওসি মাে. মাঈনুদ্দিন আরাে জানান, প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ পাঁচটির বেশি মামলা । রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি