বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা; রসমালাই ও খাদি কাপড় এর জেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৯

স্টাফ রিপোর্টার :

খাদি কাপড় ও রসমালাই এর জন্য খুবই বিখ্যাত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা। প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবেও বেশ সুপরিচিতি এ জেলা। কুমিল্লা একসময় ত্রিপুরা রাজ্যর অংশ ছিল। পরে বাংলার নবাব শুজাউদ্দিন এই অঞ্চলকে সুবে বাংলার অন্তর্ভুক্ত করেন।

১৯৪৭ সালের দেশ ভাগের পর ১৯৬০ সালে ত্রিপুরার নামকরণ করা হয় কুমিল্লা। কুমিল্লা জেলা গঠিত হয়েছে ১টি সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলা নিয়ে।

শিল্প সাহিত্য সবকিছুর পাদপীঠ এই কুমিল্লা জেলা। নিজস্ব স্বকীয়তা দিয়ে আজও ঐতিহ্যের ধারা বজায় রেখেছে এই জেলা। খাদি কাপড় ও রসমালাই ছাড়াও এখানকার কুঠির-মৃৎ-কারু শিল্প বেশ নামকরা। কালের বিবর্তনে এ জেলার অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও কিছু তার স্বকীয়তা বজায় রেখেছে। যেমন, এখানকার শীতল পাটির কদর এখনো বজায় আছে।

প্রাচীনকাল থেকেই এই এলাকার তাঁত শিল্প পুরো পৃথিবীতে বিখ্যাত ছিল। একসময় কুমিল্লার খাদি বস্ত্র প্রচুর নাম করেছিল। খাদির প্রচুর চাহিদার ফলে দ্রুত তাঁত চালানোর জন্য পায়ে চালিত প্যাডেলের নীচে মাটিতে গর্ত করা হতো। এই গর্ত বা খাদ থেকেই যে কাপড় উৎপন্ন হতো সেই কাপড়কে বলা হতো খাদি কাপড়। এভাবেই খাদি নামের উৎপত্তি। আস্তে আস্তে এই কাপড় খাদি বা খদ্দর নামে প্রসিদ্ধি লাভ করে। তবে কালের পরিক্রমায় আজ এই বস্ত্র তার জৌলুস হারাতে বসেছে।

জেলা শহর কুমিল্লায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এসব যায়গার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থান হলো-শালবন বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন, বায়তুল আজগর জামে মসজিদ, নওয়াব ফয়জুন্নেছার স্বামী গাজী চৌধুরীর বাড়ী সংলগ্ন মসজিদ, গোমতী নদী, নূর মানিকচর জামে মসজিদ, উটখাড়া মাজার, শাহ সুজা মসজিদ, ময়নামতি ওয়ার সিমেট্রি, চন্ডীমুড়া মন্দির ইত্যাদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি