বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা না দেওয়া দোকান ভাংচুর ও লুটপাট


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৯

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলার সংবাদ জানা গেল। জানা যায় যে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় নালঘর বাজারের চৌরাস্তায় ভিআইপি সুইটস এন্ড ফ্রুট কনফেকশনারি দোকানে ২ সেপ্টেম্বর (সোমবার) দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় একই ইউনিয়নের মোঃ রুহুল আমিন গং দের দলবদ্ধ দেশিয় অস্ত্র ধারালো ছেনি,লোহার রড,হকিষ্টিক নিয়ে দলবদ্ধ ভাবে দোকানে ডুকে এলোপাতাড়ি কুপাইয়া মালামাল সহ ব্যপক ক্ষয়ক্ষতি করে।

এসময় দোকানে থাকা মালিক পেয়ার আহমদ (৫৫) কে হত্যার উদ্দেশ্য দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে নালঘর পুদুয়া সড়কে নিয়ে আসে।অপরদিকে হামলাকারীরা দোকানে থাকা অপর ব্যক্তি মালিকের শ্যালক কাউছার (২৪) উপর এলোপাতাড়ি কোপাইতে থাকে এক পর্যায় কাউছার এর ডান হাতের কবজি ২ টি খন্ড হয়ে রক্ত ছড়িয়ে পরে,কাউছার এর আর্তচিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, অবস্থার অবনতি দেখে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা নেওয়ার পরামর্শ প্রদান করে,বর্তমানে তিনি রাজধানীর গ্রীণলাইন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। অস্ত্রের মহুরায় তাৎক্ষণিক ভাবে পুরো বাজার আতংক বিরাজ করে।

দোকানে ব্যপক ভাংচুরে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের দেওয়া তথ্য আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এই ঘটনায় পেয়ার আহমদ(৫৫) পিতা মৃত হাজী অলি মিয়া,সাং নালঘর দক্ষিণ পাড়া বাদী হয়ে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় মোঃ দেলোয়ার হোসেন (২৭) পিতা মৃত ছালামত উল্লাহ। মনির হোসেন (২৬) পিতা আব্দুল মালেক, সাদ্দাম হোসেন (২৬), আব্দুল হান্নান (৩৫), আব্দুস সোবহান (৪৫) সর্ব পিতা আব্দুস সোবহান, সাং নালঘর উত্তর পাড়া,চৌদ্দগ্রাম, কুমিল্লা (০৭) জন সহ অজ্ঞাত ৩/৪ জন।এই বিষয়ে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় আলাপকালে থানায় কর্মরত এসআই রেজাউল করিম তথ্য টি নিশ্চিত করেন এসময় তিনি বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি, ইনশাআল্লাহ ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি