বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ সড়ক মানুষ তো নয়ই পশু চলারও অনুপযোগী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৯

স্টাফ রিপোর্টার:

অনেক বছর আগের এই কুমিল্লা ডিগ্রি ভিক্টোরিয়া কলেজ, এখানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে আসে, সেই কুমিল্লা ডিগ্রি ভিক্টোরিয়া কলেজ সড়ক মানুষ চলাচল করা তো দূরের কথা পশু চলারও অনুপযোগী ।

স্থানীয় এবং জাতীয় সংবাদমাধ্যমগুলোতে বারবার জনদুর্ভোগের খবর উঠে এলেও কমেনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সড়কে চলাচলকারী জনগণের ভোগান্তি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই পানি ও কাদায় মাখামাখি হয়ে থাকে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থীর চলাচলের এই সড়কটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজটির শিক্ষার্থী ও এই এলাকার বাসিন্দারা।

এ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজের একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, ‘বাংলাদেশের আর কোথাও এত গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল দশা আছে কিনা আমরা জানি না। এ রাস্তাটি মানুষ তো নয়ই, পশু চলারও অনুপযোগী হয়ে পড়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি