শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আদালতে রিটকারি আমানকে খুজঁতে কুমিল্লার বাড়িতে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

ছাত্রদলের কাউন্সিল স্থগিতের আবেদন করে আদালতে রিট করা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিদায়ী ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর কুমিল্লা বাড়িতে তাকে খুজঁতে যায় কুমিল্লা মহানগর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ও গোয়েন্দা সংস্থারা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই কুমিল্লা মহানগর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা আমান উল্লাহর বাড়ি ছেড়ে চলে যায়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় কুমিল্লা সদরের বলেশ্বর গ্রামে আমান উল্লাহর বাড়িতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আমান উল্লাহকে খুজঁতে যায়।

আমান উল্লাহর ভাবী খাদিজা জানান, রাত সাড়ে ৭ টার দিকে প্রায় ২৫টা মোটরসাইকেল করে প্রায় ৫০/৬০ জন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী আমাদের বাড়িতে আসে। তারা আমান উল্লাহকে খুজঁতে থাকে। কোথায় আছে জানতে চায়। আমান উল্লাহকে দরকার তাদের।পরে পুলিশ আসার খবর পেয়ে তারা বের হয়ে যায়। আমরা আতংকে আছি। আমানও ভয়ে পালিয়ে আছে।

স্থানীয় সূত্র জানায়, আমান উল্লাহর বাড়িতে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করেছে এমন খবর একটি গোয়েন্দা সংস্থা মারফত জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। ফলে কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারেনি।

এ বিষয়ে ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ তপন বাগচী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের আসার আগেই নেতাকর্মীরা পালিয়ে গেছে।

উল্লেখ্য যে, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিদায়ী ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর একটি আবেদনে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ নুসরাত জাহান ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে অস্থায়ী স্থগিতাদেশ দেন। আগামী ১৪ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি