বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গত ৮ মাসে আড়াই হাজারের বেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে , অনুসন্ধানে নেই কোনো উদ্যোগ


গত ৮ মাসে আড়াই হাজারের বেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে , অনুসন্ধানে নেই কোনো উদ্যোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৯

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ৮ মাসেই দেশে ফিরেছে আড়াই হাজারের বেশি প্রবাসীর মরদেহ। তাদের মাত্র ৪ শতাংশের স্বাভাবিক মৃত্যু হলেও এর কারণ অনুসন্ধানে নেই সরকারি কোনো উদ্যোগ।

এমন কি মৃত্যুর ময়নাতদন্ত পর্যন্ত হয় না প্রবাসীর মরদেহের। তবে বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

২০০৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৮ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ হাজার ৬শর বেশি মরদেহ ফিরেছে দেশে। তাদের ৬০ ভাগের বেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে প্রবাসীদের মৃত্যুর কারণ অনুসন্ধানের সুনির্দিষ্ট কোনো উদ্যোগ নেই সরকারের।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব রনৌক জাহান বলেন, এখনো এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি। যদি কেউ মনে করে এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়ার প্রয়োজন আছে তাহলে, অবশ্যই নেয়া হবে। কেউ যদি অস্বাভাবিকভাবে মারা যায়, তাহলেই ময়নাতদন্ত করার নিয়ম, তাছাড়া করার কোনো এখতিয়ার নেই। তবে কি কারণে মৃত্যুর হার বাড়ছে বিষয়গুলো নিয়ে ভাবা হবে।
অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো কিংবা কাজের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে এজেন্সিগুলোর উদাসীনতা কিংবা সরকারি নজরদারি না থাকাও প্রবাসে মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করেন সরকারি ও বেসরকারি অভিবাসন খাত সংশ্লিষ্টরা।

ব্রাক অভিবাসন প্রোগ্রামের প্রধান সমন্বয়ক শরিফুল হাসান বলেন, প্রবাসীরা কেন ব্রেন স্টোক ও হার্ট অ্যাটাক করে কেন মারা যাবে, এটা আমাদের ভাবা উচিত। এদের বেশিরভাগ বয়সই কিন্তু ৩০ এর নিচে। একজন ২৭ বছরের ছেলে হার্ড অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করবে মৃত্যু স্বাভাবিক মনে হয় না। কিছু ক্ষেত্রে ময়নাতদন্ত করা উচিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আসলেই তারা কি আত্মহত্যা করছে নাকি তাদের আত্মহত্যার জন্য প্ররোচণা করা হয়েছে।

এদিকে, জনশক্তি রপ্তানির হার কমছে। ২০১৭ সালে ১০ লাখ জনশক্তি রপ্তানির রেকর্ড হলেও ২০১৮ সালে গেছেন ৭ লাখের বেশি কর্মী, আর চলতি বছরের ৮ মাসে গিয়েছেন মাত্র ৩ লাখ ৮৪ হাজার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি