শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য


ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৯

ডেস্ক রিপোর্ট:

বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সরিয়ে দেয়া হলো কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজউয়ানুল হক চৌধুরী শোভন- সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে। নতুন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটির প্রথম সহ সভাপতি আল-নাহিয়ান খান জয়। আর নতুন সাধারণ সম্পাদক আগের কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (১৪ স্পেটেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশ দেন ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানানা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভন-রব্বানী ছাড়া কমিটির বাকি সদস্যরা ঠিকই থাকছেন বলে জানান তিনি।

সেই সাথে আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের কথাও জানান ওবায়দুল কাদের।

শোভন ও রাব্বানিকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে দলকে আরো সংগঠিত করার পরামর্শ দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন প্রস্তুত থাকার।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে সাধারণ মানুষের জন্য কাজ করে বলেও জানান শেখ হাসিনা।

সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের জীবনমান উন্নয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ ও ১২ মে নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াই ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম জাতীয় সম্মেলন শেষে ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি