শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ভুয়া চিকিৎসককে জরিমানা, ফার্মেসীকে মালিককে হাজতে প্রেরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৯

শাহ ইমরানঃ
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার দুটি মার্কেটের ফার্মেসীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে একজন ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা ও একটি ফার্মেসীতে সরকারি ঔষুধ বিক্রির অভিযোগে ফার্মেসী মালিককে এক মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধা ৬ টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম । এ সময় সাথে ছিলেন সিভিল সার্জন অফিসের ডাক্তার সৌমেন রায় ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম জানান, সদর দক্ষিণের উনাইসার এলাকার নুর মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক ডাঃ নুর মোহাম্মদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মধ্যম আশ্রাফপুর এলাকার ইয়াছিন মার্কেটে শাহজালাল মেডিকেল হলে সরকারি ঔষুধ বিক্রির অভিযোগে ফার্মেসী মালিক কেরামত আলীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফার্মেসী মালিক কেরামত আলী সরকারি ঔষধ বিক্রির পাশাপাশি নিজেই চিকিৎসা প্রদান করতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি