বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসির কথায় কান্নায় ভেঙে পড়েন দিবালা-ডি মারিয়ারা


মেসির কথায় কান্নায় ভেঙে পড়েন দিবালা-ডি মারিয়ারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৯

স্পোর্টস ডেস্ক ঃ

কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিতর্কিতভাবে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। অপ্রত্যাশিত পরাজয়ের পর ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন অধিনায়ক লিওনেল মেসি। যেটা শুনে আর্জেন্টাইন দলের সব সদস্য কান্নায় ভেঙে পড়েন।

সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে আলবিসেলেস্তে উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া এসব জানিয়েছেন। তিনি বলেন, ব্রাজিলের বিপক্ষে হারের পর চমৎকার সব কথা বলেন মেসি। উনি বলেন, আমরা হয়তো বেশি সময় একসঙ্গে থাকিনি। অনেকে প্রথমবার ডাক পেয়েছে। কিন্তু অল্প দিনের মেলামেশাতেই মনে হচ্ছে বহুদিন ধরে একসঙ্গে আছি। সর্বোপরি- আমাদের একটি দারুণ দল হয়েছে। ভবিষ্যতে আমাদের দেশকে অনেক ভালো সময় উপহার দেবে এ টিম।

ডি মারিয়া বলেন, মেসি বলেছিলেন- আমরা (টুর্নামেন্টের) প্রথম দিন থেকে সবাই একই পথে লড়াই করেছি। জাতীয় দলের জার্সির প্রতি তরুণদের নিবেদন দেখে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। কোপা আমেরিকায় তাদের প্রাপ্যটা আরও বেশি ছিল।

তিনি জানান, মেসি বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে সবাই বিশেষ করে দলের নতুন সদস্যরা কাঁদতে আরম্ভ করে। কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। কেউ কান্না লুকোতে পারেনি। বিশেষ করে তরুণরা। কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

মেসি জাতীয় সংগীত গায় না। বার্সেলোনার হয়ে মাঠে যতটা দেন, আর্জেন্টিনার হয়ে দেন না। এমন অনেক কথা মিডিয়ায় শোনা যায়। কিন্তু এবারের আসরে তাকে অন্যরকম দেখা গেছে বলে জানান ডি মারিয়া। পিএসজি ফরোয়ার্ড বলেন, সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। দলের ভালো মন্দ নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজে কথা বলেছে, প্রতিবাদ করেছে। এমন জাদুকরকেই আমার ভালো লাগে। আমি এমন গোলমেশিনকেই পছন্দ করি।

গেল জুলাইয়ে কোপার সেমিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। এতে দেশের হয়ে বড় কোনো টুর্নামেন্টে জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় মেসি-ডি মারিয়াদের। পরে স্বাগতিক দেশ, রেফারি ও কনমেবলকে ধুয়ে দেন তিনি। ফলে শাস্তিও ভোগ করতে হচ্ছে ছোট ম্যাজিসিয়ানকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি