শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিয়ের কাবিন না করে প্রতারণা করায় ২ কাজী কারাগরে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় এক তরুণীর বিয়ের কাবিন রেজিস্ট্রি না করে প্রতারণা করার অভিযোগে নিকাহ রেজিস্টার (কাজী) মো. অলিউল্লাহ ভূঁইয়া ও তার সহকারী মো. বেলাল উদ্দিন চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিজ্ঞ বিচারক এম.এ আউয়াল সোমবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।

মামলার অভিযোগে জানা যায়, কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আতিকুর রহমান নিলয়ের সঙ্গে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের আমেনা আক্তারের (শিখা) বিয়ে সম্পন্ন করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার নিকাহ ও তালাক রেজিস্টার কাজী মাওলানা মো. অলিউল্লাহ ভূঁইয়া ও তার সহকারী মো. বেলাল উদ্দিন চৌধুরী। গত ৩ জুলাই এ বিয়ে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি