মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


নয় বছর একটি বাড়িতে বন্দী এক পরিবারের ছয় সদস্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নেদারল্যান্ডে একটি খামারবাড়ি থেকে এক পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারটি প্রায় নয় বছর ধরে জনমানব বিচ্ছিন্ন হয়ে সেখানে বাস করছিল।

নেদারল্যান্ডে একটি খামারবাড়ি থেকে এক পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারটি প্রায় নয় বছর ধরে জনমানব বিচ্ছিন্ন হয়ে সেখানে বাস করছিল।

ডাচ পুলিশ জানায়, দেশটির ড্রেনে প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট গ্রাম রুইনারওল্ড থেকে পরিবারটিকে উদ্ধার করা হয়। খামারবাড়িটিতে বাবাসহ পাঁচ সন্তান বসবাস করতো। উদ্ধার হওয়া ব্যক্তিটির বয়স ৫৮ বছর এবং তার পাঁচ সন্তান যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। চলতি মাসের প্রথমদিকে পরিবারটির বড় ছেলে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করা হয়।

পাঁচ সন্তানের বাবা বলে পরিচয় দেয়া ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ২০১০ সালে খামারবাড়িটি কেনেন এবং তখন থেকেই সেখানে বাস করছেন।

পরিবারের বড় ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গ্রামের একটি ক্যাফেতে গিয়ে ক্যাফেমালিকের কাছে সাহায্য চান। পরে ওই ক্যাফেমালিক পুলিশে খবর দেন।

স্থানীয় পুলিশ জানায়, ছেলেটি তাদের কাছে পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তারা খামারবাড়িটিতে যায়। বাড়িটির নিচতলার একটি ছোট্ট কক্ষ থেকে পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করা হয়।

পরিবারটির কোনো সদস্যই গত নয় বছরে বাইরের কারো সঙ্গে যোগাযোগ করেনি। গ্রামটিতে মাত্র কয়েক হাজার বাসিন্দার বাস। তবে বাসিন্দাদের কেউই পরিবারটি সম্পর্কে তেমন কিছুই জানতো বলে পুলিশ জানায়।

এক প্রতিবেশী বলেন, বাড়িটির গেটে সব সময় তালা লাগানো থাকতো। আমি একদিন বাড়িটিতে প্রবেশ করতে গেলে দেখতে পাই, সেখানে নানা জায়গায় ক্যামেরা লাগানো আছে। এরপর আমি আর ভেতরে যাইনি।

প্রতিবেশীরা জানান, তারা কোনো বাচ্চাকে কখনও বাড়িটি থেকে বের হতে দেখেননি। কেবল এক ব্যক্তিকে মাঝে মাঝে গাড়ি নিয়ে বাইরে যেতে দেখতেন।

পুলিশের মুখপাত্র নাথালি স্কুবার্ট জানান, পরিবারটি কেন সবার থেকে আলাদা হয়ে থাকতো সে বিষয়ে এখনও জানা যায়নি। সরকারি নথিতে তাদের নামও অন্তর্ভুক্ত নেই। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি