বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেবিদ্বারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৫৭ জন


দেবিদ্বারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৫৭ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

সারা দেশের ন্যায় শনিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজীদ ও তাজবিদ-এর মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়েছে।

দেবিদ্বার উপজেলায় মোট ভ্যানু সহ মোট ১৫ টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে তিনি বলেন, এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষা এ উপজেলায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

সূত্রে জানাযায়, এ বছরে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮’শ ৫৮ জন। এর মধ্যে শনিবার প্রথম দিনে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ৭’শ ০১ জন, বাকি ১৫৭ জন পরীক্ষার্থী ছিলো অনুপস্থিত। অভিভাবক ও পরীক্ষার্থীরা জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে, আশা করি বাকি পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি