বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পেছাল বিপিএলের উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৯

অনলাইন ডেস্ক:
আগামী ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের সপ্তম আসর মাঠে পর্দা ওঠার কথা ছিল কিন্তু এবারের আসরের পর্দা উঠছে ৫ দিন পিছিয়ে ৮ ডিসেম্বর। আর মূল আসর শুরুর কথা ছিল ৬ ডিসেম্বর। তবে মূল আসর কবে থেকে মাঠে গড়াবে তা এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে বনিবনা না হওয়ায় চলতি বছর বোর্ডের তত্ত্বাবধানে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিল বিসিবি। শেখ হাসিনা সেই অনুরোধে রাজি হয়েছেন।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘বিপিএলের উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম আপা আপনি বিপিএলের উদ্বোধনে থাকবেন। তিনি রাজি হয়েছেন, ৮ তারিখে তিনি উদ্বোধন করবেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি