বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলো জাতীয় দলের ফুটবলররা


ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলো জাতীয় দলের ফুটবলররা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৯

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে ওমানের পথে রওনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু তাদের বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশের ফুটবলারদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর আবার সেখানেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

উল্লেখ্য, ওমানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে প্রায় দুই সপ্তাহ আগেই বাংলাদেশ দলের ওমান যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ফিফার র‍্যাংকিংয়ে ওমানের চেয়ে ১০০ ধাপ পিছিয়ে বাংলাদেশ। এজন্য শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ দল বাড়তি প্রস্তুতি নিতে আগেভাগেই সেখানে পৌঁছানোর কথা ছিল।

স্পেন থেকে দলের সঙ্গে আজ সোমবার অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ দেয়ার কথা ছিল। তবে দলের বিমান যাত্রায় বাধা পড়ায় হয়তো লা-লীগার ধারাভাষ্য দিতে বর্তমানে বার্সেলোনায় থাকা জামালই আগে ওমানে পৌঁছে যাবেন। কোচ জেমি ডে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ওমানে যাবেন।

আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ৯ তারিখে ওমানের স্থানীয় লিগের একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে ২৩ জনের স্কোয়াড: জামাল ভূঁইয়া (অধিনায়ক), নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, , রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রবিউল হাসান, আরিফুর রহমান, রাকিব হোসেন, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদউদ্দিন, মামুনুল ইসলাম, সোহেল রানা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি