বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবার জন্য কিনুন:কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমি মেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৯


স্টাফ রিপোর্টারঃ

কুবি দুই শিক্ষার্থী শর্মী ও আচার্য্যের বাবা লিভার সিরোসিসে ভুগছেন। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লক্ষের মতো টাকা।যা তাদের একার পক্ষে বহন করা সম্ভব নয়।আর তাদের বাবাকে সাহায্যের লক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজ আয়োজন করতে যাচ্ছে “বাবার জন্য কিনুন” শিরোনামে উদ্যোক্তা মেলা।যা কুবি ব্যাডমিন্টন ফিল্ডে আয়োজিত হবে।

এ মেলায় অংশগ্রহনকারী হিসেবে থাকবে কুবির ই শিক্ষার্থীদের গঠিত ও পরিচালিত ৮ টি প্রতিষ্ঠান । ফিট এন স্যুট নিয়ে আসছে, একজন রুচিশীল পুরুষের প্রয়োজনীয় প্রায় সকল পণ্য। থাকবে শার্ট, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি, হুডি, ওয়ালেট, ঘড়ি, টাই সহ আরো অনেক কিছু। আয়নাঘর থাকছে চুড়ি, মালা, পায়েল, আংটি, হিজাব পিন, নথ, গাজরা, খোঁপার কাঁটা ইত্যাদি নিয়ে থাকছে। প্রতিটা পণ্যেই থাকছে নতুনত্ব আর আভিজাত্য। আর আর হেভেন আসছে মেয়েদের জন্য থাকছে প্রয়োজনীয় গহণা, কানের দুল, হিজাব পিন ইত্যাদি নিয়ে গ্রীন প্ল্যানেট হাজির হবে পরিবেশ বন্ধু গাছ নিয়ে, শ্বেতপদ্ম থাকছে মেয়েদের জন্য আকষর্ণীয় সব পণ্য নিয়ে।জাহান’স আসছে ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রয়োজনীয় পণ্য নিয়ে।প্রগতি বই ঘর আনছে জ্ঞানের আলোয় আলোকিত হতে আর সেই সাথে দুষ্প্রাপ্য সব বই।অঙ্গনা নিয়ে আসছে নজরকাড়া সব হিজাব।

এই মেলার থেকে অর্জিত অর্থ সবটুকুই কুবির সেই দুই শিক্ষার্থীদের বাবদ চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

এই মেলায় আয়োজক হিসেবে থাকছে কুবি শিক্ষার্থী মেহেদী হাসান, জহির রায়হান, মেহেদী এবং তাদের প্রতিষ্ঠান ফিট এন স্যুট। প্রত্যেককে এই মেলা আশার আমন্ত্রণ রইল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি