শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের ঘাড় মটকাতে প্রস্তুত টাইগাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৯

ডেস্ক রিপোর্ট:

আগ্রাসী ক্রিকেট খেলে রাজকোটে কোণঠাসা ভারতকে হারিয়ে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি জয়ের জন্য উন্মুখ হয়ে আছে অস্থিরতা কাটিয়ে দিল্লিতে জয়ের মুখ দেখা উজ্জীবিত বাংলাদেশ দল। যদিও টাইগারদের এমন চাওয়ায় বাধ সাধতে পারে ঘূর্ণিঝড় ‘মহা’।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বিটিভি, গাজী টিভি, চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ১ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ানে খেলাটি সরাসরি দেখা যাবে। এছাড়া র‍্যাবিটহোলের মাধ্যমে অনলাইনেও দর্শকরা ম্যাচটি উপভোগ কোর্টে পারবেন।

দিল্লির অরুণ জেটলিতে দূষিত বায়ুর মতো ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে বীরের মতো লড়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটের আকাশে জমে থাকা দুর্যোগের কালো মেঘ কেটে যাওয়ার পথে রয়েছে। আজ রাজকোটে ব্যাট-বলের লড়াইয়ে রাজত্ব কায়েম করে বিশ্ব ক্রিকেটকে লাল-সবুজের দল জানাতে চায়, কীভাবে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে হয় তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ।

আগ্রাসী এবং ইতিবাচক ক্রিকেট খেলার ঘোষণা দিয়ে রাখা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের ক্রিকেট অঙ্গনে যে অস্থিরতা ছিল (ধর্মঘট, সাকিবের নিষেধাজ্ঞা) সেখান থেকে ভারতে সিরিজ জয় হবে দেশের ক্রিকেটের জন্য, দলের জন্য বড় একটা প্রেরণা।

টাইগারদের বিপক্ষে যে মাঠের লড়াইয়ে নামার আগে টিম ইন্ডিয়া চাপে, সেটিও জানিয়ে রেখেছেন রোহিত শর্মা। সংবাদ সম্মেলনে ভারতীয় দলের অধনায়ক বলেন, চাপ পুরো দলের উপর পারফর্ম করার চাপ আছে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।

বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকা রোহিত বলেন, দিল্লির পিচ দেখে আমরা আগের ম্যাচের পেস বোলারদের বেছে নিয়েছিলাম। এবার সেভাবে রাজকোটের পিচ দেখার পরে ঠিক করবো, আমাদের বোলিং লাইনআপ কেমন হবে।

রাজকোটের উইকেট সম্পর্কে রোহিত বলেন, পিচটা দেখে ভালোই লাগছে। রাজকোটে ব্যাটসম্যানরা সবসময় সাহায্য পেয়ে এসেছে। বোলারদের জন্যেও পিচে কিছু থাকে। দিল্লিতে যে রকম পিচ পেয়েছি, তার চেয়ে ভালো পিচ হবে বলেই আমি নিশ্চিত।

এদিকে, ম্যাচের আগেরদিন রাতে রাজকোটে বৃষ্টি হলেও ঘূর্ণিঝড় ‘মহা’ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়লেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি থাবা বসালে বল মাঠে গড়ানো নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ম্যাচ অনুষ্ঠিত হলেও নির্ধারিত ২০ ওভারে তা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম। আজ দুপুরে ঘূর্ণিঝড় ‘মহা’ আঘাত হানার সম্ভাবনার পাশাপাশি সন্ধ্যায় বজ্রপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

দিল্লি জয়ের পর অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার মতো মানসিক অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। আগের ম্যাচে ৮ বোলারকে ব্যবহার করেছিলেন রিয়াদ। তিন পেসারের পাশাপাশি পার্ট টাইম বোলার সৌম্য সরকার হাত ঘুরিয়েছিলেন ২ ওভার। সৌম্যকে আজ তৃতীয় পেসার হিসেবে বিবেচনা করা হলে স্পিন আক্রমণের ধার বাড়াতে একাদশে চলে আসতে পারেন আরাফাত সানি। এমনটি হলে বাদ পড়তে পারেন আল আমিন হোসেন।

ভারতীয় একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারে আগের ম্যাচে তিন নম্বরে নামা লোকেশ রাহুলকে বসিয়ে নেয়া হতে পারে সাঞ্জু স্যামসনকে। আগের ম্যাচে পেসার খলিল আহমেদের করা ১৯তম ওভারে টানা চারটি বাউন্ডারি মেরে বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন মুশফিকুর রহিম। আর তাই খলিলের পরিবর্তে আজ মাঠে নামতে পারেন শার্দুল ঠাকুর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আরাফাত সানি/আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, স্যাঞ্জু স্যামসন/লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), শিভম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শার্দুল ঠাকুর/খলিল আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি