বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ‘গ্রীণ বাংলাদেশ’ এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক চারা ও বীজ বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৯


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় গ্রীণ বাংলাদেশ এর উদ্যোগে ৯০ মিনিট স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে নগরীর টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানে বিভিন্ন ফুল, ফলজ এবং সবজি জাতীয় পণ্যের বীজ ও চারা নিয়ে এর বিভিন্ন উপকারিতা বিষয়ক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ব্রিফিং করেন প্রফেসর ড. এ এফ এম জামাল উদ্দিন। এসময় বক্তব্য কুমিল্লা জেলার পক্ষে বক্তব্য রাখেন এ কে এম জসিম উদ্দিন ও জেসি ফুড ওয়ার এর কর্ণধার নাসির খান মুন্না।

কুমিল্লা বাগান পরিবার, গ্রীণ গার্ডেন সোসাইটি অব কুমিল্লা, গার্ডেন লাভার্স অব বাংলাদেশ, গ্রীণ কুমিল্লা, ভেজিটেবল জোন, কৃষকের প্রাণ কৃষিজগত, সবুজ ছাদ বাগান সংগঠন সমূহের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন বাংলাদেশ ঢাকা থেকে আগত অতিথি গ্রীন বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি মাহবুবুল ইসলাম, ট্রেজারার মামুন রেজা সিদ্দিকী।

এসময় গ্রীন বাংলাদেশ এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন খান, আছমাউল হোসনা পায়েল, সায়মা মালিহা সুহি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, এইড কুমিল্লার নির্বাহী রোকেয়া বেগম শেফালী সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে জেলা বিভিন্ন স্থান থেকে আগত সদস্যদের মাঝে প্রায় ৫ শতাধিক ফুল, ফল ও সবজির চারা ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মডারেটর অব গ্রীন বাংলাদেশ এর হাবিব আরা মেরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি