বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে আমানিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করল মোবাইল কোর্ট


কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে আমানিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করল মোবাইল কোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় আমানিয়া হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান ।

বুধবার বিকেল ৪ টায় সময় অভিযান করা হয়।

মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশ করায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ধারায়। ২০, ০০০ টাকা জরিমানা করা হয়। এবং শাসনগাছা এলাকায় মেসাস ভাই ভাই ষ্টোর এ নিষিদ্ধ পন্য পলিথিন মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইন এর ১৯৯৫ ধারায় ১০০০০ টাকা জরিমানা করা হয়। এছারা স্বপ্ন কুমিল্লা শাখায় পন্যে সঠিক দাম ও গুনগত মান নিয়ে তদারকি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান জানান কুমিল্লা জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি