শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের সংক্ষিপ্ত জীবনীগ্রন্থ প্রকাশের লক্ষ্যে সম্পাদকমণ্ডলীর প্রথম সভা


মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের সংক্ষিপ্ত জীবনীগ্রন্থ প্রকাশের লক্ষ্যে সম্পাদকমণ্ডলীর প্রথম সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৯

মোঃ সারওয়ার, বাঙ্গরা বাজার ঃ

ঢাকার ফকিরাপুলের প্রিয়জন রেস্তারায় মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের সংক্ষিপ্ত জীবনীগ্রন্থ প্রকাশের লক্ষ্যে সম্পাদক মণ্ডলীরা এক আলোচনা সভার আয়োজন করেন।

গত সোমবার উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্পাদক এম এ আলীম, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন প্রতিনিধি গাজী মোঃ আক্তারুজ্জামান, বিশেষ প্রতিনিধি,এ কে এম মহসিন ভুইঁয়া, চাপিতলা ইউনিয়ন প্রতিনিধি, মিজানুর রহমান সরকার, ফজলুল বারী বিল্লাল, কাজী আসলাম প্রমুখ।

উক্ত সভায় মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করার বিভিন্ন কৌশল, কোন ক্যাটাগরীর ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করতে হবে এসব বিষয়ে দিকনির্দেশনা দেন সম্পাদক।

সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা ইউনিয়ন প্রতিনিধি গাজী মোঃ আক্তারুজ্জামান, সঞ্চালনা করেন সম্পাদক এম এ আলীম।

উল্লেখ্য, গত বছরে মুরাদনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক মোঃ সালাউদ্দিন মনির স্বপ্ন দেখেন কিভাবে ভবিষ্যত প্রজন্মের কাছে মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের পরিচয় করিয়ে দেয়া যায়। সেই সপ্ন থেকেই একঝাঁক মেধাবী লেখকরা হাতের কলমের মাধ্যমে কৃতি ব্যাক্তিদের জীবনী লিখে যাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি