শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


গোপন কবরে ৩১ টি মরদেহের সন্ধান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার দেশটির জালিস্কো রাজ্যের কর্তৃপক্ষ জানায়, তদন্তকারীর দল মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারার বাইরে গোপন কবরে ৩১ মরদেহের সন্ধান পেয়েছে। গুয়াদালাজারার শহরতলির তলজমুলকোতে ৩ হাজার ৪০০ বর্গফুট জমিতে চলতি মাসের শুরুতে কবরের এ কাজটি শুরু হয়েছিলো।

জালিস্কোর কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্পত্তির কাজ শেষে এই অঞ্চলে ৩১ টি মরদেহ পাওয়া গিয়েছিল, যার মধ্যে ছয়জন নারী। ১০টি মরদেহ শনাক্ত হয়েছে যার মধ্যে ৯টি ছিলো নিখোঁজ হওয়া ব্যক্তিদের।

ঘটনাস্থলের পাশে আরো দুটি স্থান শনাক্ত করেছেন তদন্তকারীরা।তারা ধারণা করছেন সেখানে আরো কবর থাকতে পারে। ফরেনসিক বিশেষজ্ঞরা শুক্রবার থেকে ওই অঞ্চলগুলোতে তদন্ত শুরু করে।

সাম্প্রতিক সময়ে মেক্সিকোর জালিস্কোতে সংঘবদ্ধ অপরাধের মাত্রা বেড়ে গেছে। গুয়াদালাজারার একটি শহরে মে মাসে ৩০ টি সমাহিত মৃতদেহের সন্ধান পাওয়া যায়। সেপ্টেম্বরে একই এলাকায় ৩৪টি লাশ পাওয়া যায়। জালিসকোতে প্রায় ৩,২০০ সামরিক কর্মী মোতায়েনের প্রচেষ্টায় মোতায়েন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি