শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগে, পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ শুল্ক গোয়েন্দার


কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগে, পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ শুল্ক গোয়েন্দার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগে, পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করছে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও হিলির ১৩ জন পেঁয়াজ আমদানিকারকের ১০ জনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আজ ও কাল সবমিলিয়ে ৪৭ জন ব্যবসায়ীর সাথে কথা বলবেন গোয়েন্দারা।

অতি মুনাফার অভিযোগে, মোট ৩৪১ আমদানিকারক প্রতিষ্ঠানের তালিকা করেছে শুল্ক গোয়েন্দা। তারাও নজরদারিতে আছে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের মালিকদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

গেল আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে এক লাখ ৬৭ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে খরচ হয় ৬৬০ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে যেসব আমদানিকারক এক হাজার টনের বেশি পেঁয়াজ এনেছে তাদেরই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, রাজধানীর খুচরা বাজারে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, ২৩০-২৪০ টাকা দরে। চীন ও মিসরের পেঁয়াজের কেজি ১৬০ থেকে ১৭০ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি