বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নকল সরবরাহে বাধা দেয়ায় পুলিশ পি’টালেন যুবলীগ সভাপতি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহে বা’ধা দেয়ায় পুলিশ সদস্যকে পে’টালেন ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক অ’পু।এতে কেন্দ্রের দায়িত্বপ্রা’প্ত পুলিশ সদস্য নজরুল ইসলামকে উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ছলিমাবাদ আদর্শ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় কেন্দ্র স’চিব পারভীন আক্তার বা’দী হয়ে মোজাম্মেল হক অ’পুকে প্রধান আ’সামি ও ২০/৩০ জনের বি’রু’দ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মা’মলা দা’য়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজে’লার ছলিমাবাদ আদর্শ বিদ্যালয় কেন্দ্রের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বি’ষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মোজাম্মেল হক অ’পু তার ভাগিনাকে নকল সরবরাহ করতে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য নজরুল ইসলাম তাকে বা’ধা দেন।

এতে অ’পু ক্ষি’প্ত হয়ে পুলিশ সদস্যকে ধাক্কা মে’রে দেখে নেয়ার হু’মকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ২০-৩০ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করে পুলিশ সদস্য নজরুল ইসলামকে এলোপাতাড়ি মা’রতে শুরু করে। এ সময় তিনটি খাতা ছিঁড়ে ফেলেন।

কেন্দ্রে দায়িত্বপ্রা’প্ত কর্মকর্তা ও শিক্ষকরা এগিয়ে এসে ওই পুলিশ সদস্যকে উ’’দ্ধার করেন।

এ ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে উ’’দ্ধার করে উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

এ ঘটনার পর থেকে মোবাইল বন্ধ করে যুবলীগ সভাপতি অ’পু পলাতক রয়েছে।

পুলিশ সদস্য নজরুল ইসলাম জানান, একজন ব্যক্তি কেন্দ্রে নকল নিয়ে প্রবেশ করতে গেলে আমি বা’ধা দেই। এতে সে ক্ষি’প্ত হয়ে উঠে এবং আমাকে ধাক্কা মে’রে চলে যায়। কিছুক্ষণ পর সে ৬০-৭০ জন লোক নিয়ে এসে কেন্দ্রের ভিতরে আমা’র ওপর হা’মলা চালায়। এ সময় তারা আমাকে কিল-ঘু’ষি ও লাথি মা’রে।

তিনি বলেন, কেন্দ্রের ভারপ্রা’প্ত কর্মকর্তা ও শিক্ষকরা আমাকে তাদের কাছ থেকে উ’’দ্ধার করে। পরে ওসি স্যার গিয়ে আমাকে নিয়ে আসে এবং হাসপাতালে চিকিৎসা করান। যে হা’মলা করেছিল তার নাম পরে জানতে পারি।

এ বি’ষয়ে ছলিমাবাদ আদর্শ উচ্চবিদ্যালয়ের কেন্দ্র স’চিব পারভীন আক্তার জানান, আমি স্কুলে আমা’র কক্ষে বসা ছিলাম। চেঁচামেচি শুনে বাইরে গিয়ে দেখি অনেক লোকজন কেন্দ্রের ভিতর প্রবেশ করেছে। এবং পুলিশ সদস্যকে মা’রধোর করছে ও তিনটি খাতা ছিঁড়ে ফেলেছে। আমি এ ঘটনায় থানায় একটি এজাহার জমা দিয়েছি।

ছলিমাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রা’প্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নকল সরবরাহ করতে বা’ধা দেয়ায় ক্ষি’প্ত হয়ে অ’পু নামের একজন পুলিশ সদস্য নজরুল ইসলামের ওপর হা’মলা চালায়। আমি গিয়ে তাকে উ’’দ্ধার করি। এরা সংখ্যায় ৩০-৪০ জন ছিল। তারা তিনটি খাতাও ছিড়েঁ ফেলে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজে’লা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ বলেন, যুবলীগ নেতা অ’পুকে নকল সরবরাহে বা’ধা দেয়ায় তিনি দলবল নিয়ে এসে পুলিশকে মা’রধর করে। এটা খুবই দুঃখজনক ঘটনা।

এই বি’ষয়ে বাঞ্ছারামপুর থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ছলিমাবাদ কেন্দ্রে অ’পু নামের এক লোক কেন্দ্রে নকল সরবরাহ করতে গেলে আমা’দের পুলিশ সদস্য নজরুল ইসলাম বা’ধা দেয়ায় তাকে মা’রধর করে। খবর পেয়ে আমি গিয়ে তাকে উ’’দ্ধার করে হাসপাতালে চিকিৎসা করাই।

এ ঘটনায় কেন্দ্রে স’চিব বা’দী হয়ে একটি এজাহার জমা দিয়েছেন, মা’মলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এ বি’ষয়ে বাঞ্ছারামপুর উপজে’লা নির্বাহী কর্মকর্তা মোহা’ম্ম’দ নাসির উদ্দিন সরোয়ার জানান, আমি বর্তমানে ট্রেনিং-এ আছি। আজকে ছলিমাবাদ প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে পুলিশকে মা’রধরের ঘটনা আমি শুনেছি। কেন্দ্রে স’চিব আইনগত ব্যবস্থা নেয়ার কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি