বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসির স্মরনীয় ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বে বার্সেলোনা


মেসির স্মরনীয় ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বে বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেলতে নেমে উপলক্ষকে রাঙিয়ে দিলেন নিওনেল মেসি। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

বুধবার (২৭ নভেম্বর) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে মেসি শুধু গোল করেই ক্ষান্ত ছিলেন না, বাকি দুই গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন অবদান।

ম্যাচের ২৯ মিনিটে ডি-বক্সের মুখে বল পেয়ে মেসি তা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের দিকে ঠেলে দেন। বল আদায় করে সুয়ারেজ ডান পায়ের শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে দিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন।

এর ৪ মিনিট পর মেসি নিজের দিকে সকলের দৃষ্টি কেড়ে নেন। সুয়ারেজের পাসে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে ডি বক্সে ধুলে এমএল টেন কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের মধ্য দিয়ে এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে ৩৪টি দলের বিপক্ষে গোলের নতুন রেকর্ড গড়লেন। রোনালদো এখন পর্যন্ত এই আসরে ৩৩টি দলের বিপক্ষে গোল করেছেন। একইসঙ্গে চলতি মৌসুমে মেসির মোট গোল এখন ১০। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মোট গোল সংখ্যা বর্তমানে ১১৪টি।

বিরতির পর ৬৭ মিনিটের মাথায় মেসির চোখ ধাঁধানো পাসে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগে প্রথম গোলের দেখা পেয়ে যান আতোঁয়ান গ্রিজম্যান।

৭৭ মিনিটের সময় জুলিয়ানের পাসে বল আদায় করে প্রায় ১৭ গজ দূর থেকে দান পায়ের জোরালো শটে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জেডন সানচো।

গ্রুপের আরেক ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ১১। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। গোল ব্যবধানের কারণে তিনে নেমে যাওয়া ডর্টমুন্ডের পয়েন্টও ৭। টেবিলের তলানিতে থাকা প্রাহার পয়েন্ট ২।

‘জি’ গ্রুপের ম্যাচে বেনফিকার বিপক্ষে ২-২ ড্র করা লাইপজিগ ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। আরেক ম্যাচে লিওঁকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে জেনিত। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিওঁ। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা বেনফিকার নক আউট পর্বে খেলার আশা প্রায় শেষ হয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি