বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যাত্রীর লাগেজে বিশেষ কায়দায় লুকানো ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণালংকার উ’’দ্ধার


যাত্রীর লাগেজে বিশেষ কায়দায় লুকানো ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণালংকার উ’’দ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬ কেজি স্বর্ণালংকার উ’’দ্ধার করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ঢাকা কাস্টমস হাউসের কাছে স্বর্ণ চো’রাচালানের গো’পন সংবাদ থাকায় বুধবার দিবাগত রাতে গ্রিন চ্যানেলে সতর্কতা জারি করা হয়। রাত ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-৬৩৮ এর যাত্রী মো. মুরশেদ হোসেন গ্রিন চ্যানেল অ’তিক্রমকালে দায়িত্বরত কর্মক’র্তাদের সন্দে’হ হয়।

পরবর্তীতে এই যাত্রীর হাতে ক্রোকারিজ সংবলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকানো থাকা স্বর্ণালংকার শ’নাক্ত হয়। এরপর এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ তল্লা’শি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি স্বর্ণালংকার পাওয়া যায়।

স্বর্ণ বহনকারীকে আ’ট’ক করা হয়েছে এবং পু’লিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। উ’’দ্ধার স্বর্ণের বি’ষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি