শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২০১৯ সালের চলতি মাস পর্যন্ত ধর্ষণের শিকার ১ হাজার ২৫৩ জন নারী ও শিশু


২০১৯ সালের চলতি মাস পর্যন্ত ধর্ষণের শিকার ১ হাজার ২৫৩ জন নারী ও শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের ১০ মাসে ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ২৫৩ জন নারী ও শিশু। এদের মধ্যে ১০৬ জনের বয়স ছয় বছরের নিচে।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে এ তথ‌্য জানায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিচার এবং সৌদি আরবসহ প্রবাসে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

সংগঠনের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ফোরামের সহ-সভাপতি দিপালী রানী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, সদস্য ইশরাত জাহান লিপি, কোহিনূর আক্তার কনা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা ভয়াবহ রূপ নিয়েছে। দুই বছরের শিশু থেকে বৃদ্ধা নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতন এমন মাত্রায় পৌঁছেছে যে, কোনো নারীর পক্ষে স্বাভাবিক জীবনযাপন কল্পনার বিষয়ে পরিণত হয়েছে।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নারী গৃহশ্রমিকদের দুঃসহ জীবন ও লাশ হয়ে ফেরার ঘটনা দেশবাসীকে ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। এবছর জানুয়ারি থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত ৮৫০ জন নারী শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে আগস্ট মাসে এক দিনেই ১০৯ জন ফিরেছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, ফিরে আসা শ্রমিকেরা প্রত্যেকেই শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

নারীনেত্রীরা প্রবাসে নারী শ্রমিক নির্যাতন-ধর্ষণ-হত্যার বিচার ও দায়ী ব্যক্তিদের শাস্তি, নিহত নারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, প্রবাস থেকে ফেরা নির্যাতিত নারীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, ১০ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বাংলাদেশের প্রান্তিক নারীদের শিক্ষা ও দক্ষতা অর্জনের দাবি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি