শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাফিক জ্যামে বিরক্ত, তাই বানিয়ে ফেললেন হেলিকপ্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে জুজুন জুনেইদির বসবাস। প্রতিদিনই কাজে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে বসে থেকে বিরক্ত তিনি। খুঁজে বের করতে শুরু করলেন এই বিরক্তি থেকে বাঁচার উপায়।

এরপরই নিজের জন্য একটি হেলিকপ্টার বানানোর চিন্তা শুরু হয় তার। সাউথ চায়না মর্নিং পোস্ট
এই বিরক্তি থেকেই ৪২ বছর বয়সি জুনেইদি প্রায় দেড় বছর আগে নিজের বাড়ির পিছনে শুরু করেন হেলিকপ্টার তৈরির মিশন। অবসর সময়ে ইন্টারনেটে ভিডিও দেখে দেখে বানাতে শুরু করেন হেলিকপ্টার। তার সহযোগী হিসেবে কাজ করেন তার ছোট ছেলে এবং এক প্রতিবেশী। ইতোমধ্যে তারা ৩ জন মিলে গত ১৮ মাসে একটি ২৬ ফুট লম্বা হেলিকপ্টার বানিয়ে ফেলেছেন।

তাদের তৈরি সেই হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে একটি পেট্রোল ইঞ্জিন। এটি তৈরিতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকা। যদিও এখনো তাদের তৈরি সেই হেলিকপ্টারটি মাটি ছেড়ে উপরে ওঠতে সক্ষম হয়নি। তবে জুনেইদি আশাবাদী নিজের তৈরি হেলিকপ্টার দিয়ে আকাশে তার উড়ার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে।

জুনেইদির এই হেলিকপ্টার তৈরির কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এর বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি