বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য পবিত্র কোরআন অনুসরণের আহ্বান পুতিনের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য পবিত্র কোরআন মাজিদ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় তিন দেশের কূটনীতিকদের নিয়ে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে তিনি এ আহ্বান জানান। ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট পবিত্র কোরআনের সুরা আল-ইম’রানের ১০৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন। যে আয়াতে ইস’লামপূর্ব আরবদের অবস্থা তুলে ধ’রা হয়েছে।

ওই আয়াতে মানবজাতিকে শান্তি ও সৌহার্দ্যের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘তোম’রা সবাই আল্লাহর রজ্জু শক্তভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্ম’রণ কর, যখন তোম’রা ছিলে পরস্পরের শত্রু। অ’তঃপর তিনি তোমাদের অন্তরে সদ্ভাব সৃষ্টি করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোম’রা পরস্পর ভাই হয়ে গেলে। তোম’রা তো অ’গ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোম’রা সৎপথ লাভ করতে পার।’

এই আয়াতের বরাত দিয়ে পুতিন বলেন, বিশ্বের এবং আরব উপদ্বীপের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইয়েমেন যু’দ্ধের অবসান প্রয়োজন। এ সময় তিনি সুরা আল-ইম’রানের ১০৩ নম্বর আয়াতের কিছু অংশ উদ্ধৃত করেন। যার অর্থ, ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্ম’রণ করো, যখন তোম’রা ছিলে পরস্পরের শত্রু। অ’তঃপর তিনি তোমাদের অন্তরে সদ্ভাব সৃষ্টি করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোম’রা পরস্পর ভাই হয়ে গেলে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি