শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বালুর স্তূপের নিচ থেকে শিশুর নিথর দেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের নির্মানাধীন একটি কারখানার বালুর নিচ থেকে জাহিদ হাসান দুর্জয় (১১) নামের এক শিশুর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জাহিদ ওই গ্রামের আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় তেলিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

শিশুর স্বজনরা জানান, গতকাল বিকেলে জাহিদ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যায় সে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় জাহিদের সন্ধান চেয়ে স্থানীয় মসজিদ ও বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে তার দাদী কমলা খাতুন ও বাবা আকতার হোসেন জাহিদের খোঁজে বাড়ির পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি কারখানার (চায়না প্রজেক্টের) সীমানা প্রাচীরের ভেতর বালুর নিচে পুঁতে রাখা তার ম’রদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ম’রদেহটির মুখের অংশ ছাড়া পুরো অংশই বালুতে পোঁতা ছিল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি