বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার লাকসামে যত্রতত্র গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, নির্যাতনের দায়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা


কুমিল্লার লাকসামে যত্রতত্র গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, নির্যাতনের দায়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

সারা বিশ্বের সকল ধর্মের লোকই জানে ইসলাম মানে শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মকে কেউ কেউ ব্যবসায় পরিণত করছে এক শ্রেনীর সুবিধাভুগী সাধু রুপী অসাধু মানুষ। লাকসাম শহরের প্রাণকেন্দ্র হাউজিং এস্টেট থেকে শুরু করে পুরা লাকসাম শহর থেকে শুরু পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘড়ে উঠেছে বিভিন্ন দ্বীনি শিক্ষার নামে পরিচিত মাদ্রাসা প্রতিষ্ঠান। মুসলিম জাহানের সবাই একমত মুসলমানরা জন্ম নিলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত লোক দরকার আবার মৃত্যু বরণ করার পরেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দিয়েই শেষ বিদায়ের নামাজ শেষে সবাইকে কবরে শায়িত করতে হয়।

অথচ, এই শিক্ষাটাকে অনেকেই ব্যবসায় পরিণত করেছেন বলে একাধিক প্রমাণ ইতি মধ্যেই সাধারণ জনতা পেতে শুরু করেছে।

লাকসাম পৌরসভা ৪ নং ওয়ার্ড হাউজিং মসজিদের ১০০ পশ্চিমে অবস্থিত, লাকসাম দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। যেখানে আছেঃ ১/ নুরানী কিন্ডার গার্ডেন ২/ হেফজ বিভাগ ৩/ নাযেরা বিভাগ এবং ৪/ কিতাব বিভাগ। এ বছর আবার মিযান পর্যন্ত চালু থাকলেও পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত লেখা পড়া করার সুযোগ তারা করে দিবেন বলেও প্রতিষ্ঠানের সাইন বোর্ডে লেখা থাকলেও বাস্তবে দেখা গেলো এই মাদ্রাসারই একজন শিক্ষিক ১২ বছরের এক মাসুম বাচ্চাকে পিটিয়ে গুরুত্বর আহত করে হসপিটালের বিছানাও দেখিয়ে দিলেন।

এই মাদ্রাসার একজন শিক্ষকের বিরুদ্ধে ২৩ই ডিসেম্বর সোমবার লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন ছোট্ট ছেলে সাইফুল ইসলামের পিতা সাজেদুল হক।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন আতাকরা রাজন বাড়ির সাজেদুল হকের ছেলেকে মহাগ্রন্থ আল কোরআনের পাখি বানানোর স্বপন নিয়ে লাকসাম শরের প্রান কেন্দ্র হাউজিংয়ে লেখা পড়ার করানোর কোন প্রকার সরকারি বৈধতাই দেখাতে পারেনাই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (মোহতামিম) মাওলানা মোঃ জোবায়ের।

প্রতিষ্ঠানের কোন কাগজপত্র দেখানো তার পক্ষে সম্ভব হলোনা এবং নিজেই স্বীকার করলেন মাদ্রাসার বর্তমানে কোন কাগজপত্র নাই। শুধু তাই নয়, অত্র প্রতিষ্ঠানের কোন শিক্ষকেরও লেখা পড়া যোগ্যতা প্রমাণ দেওয়ার মত ও কোন কাগজপত্র দেখাতে পারেনাই। এমনকি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (মোহতামিম) মাওলানা জোবায়েরের ও কোন প্রকার কাগজ পত্র নাই বলে জানালেন মোহতামিম মাওলানা জোবায়ের। যে প্রতিষ্ঠান প্রধানের কোন কাগজপত্র ছাড়াই প্রধান হতে পারে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে কি বা আশা করতে পারে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ?

এই প্রতিষ্ঠানেরই শিক্ষক, লাকসাম উপজেলার নোয়াপাড়া রাজাপুর গ্রাম মজুমদার বাড়ির মাওলানা আনিসুর রহমান (৩৫) এর বিরুদ্ধেই ১২ বছরের শিশু সাইফুল ইসলামকে পড়ার কক্ষের পাশের কক্ষে নিয়ে গিয়ে পড়া না পারার কারণে বেত্রাঘাত করে গুরুত্বর আহত করে। নিষ্ঠুর এই শিক্ষক নামের কলঙ্ক আনিসুর রহমানের বেত্রাঘাতে অসুস্থ হয়ে পড়লে সাইফুলের মা খবর পেয়ে রাত ১০টার সময় সাইফুলকে মাদ্রাসা থেকে তার বাড়িতে নিয়ে গিয়ে লাকসাম উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করার পর সামাজিক ব্যক্তিবর্গদের সাথে যোগাযোগ করে তার পিতা সাজেদুল হক।

লাকসামের এমন আরো দেখা যায় যে, সরকারি জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আবার ওই মসজিদেই ছাত্র ভর্তি করে চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা। যারাই এমনটি করছে তারাই আবার ইসলাম নিয়ে অনেক অনেক কথাও লোক মারফতে বলতে দেখা গেলেও আসলেই এরা ইসলামের কি বন্ধু নাকি শত্রু তা কিন্তু প্রশ্নই রয়ে গেল?

এই দিকে ঘটনার সত্যতা স্বীকার করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, আমাদের থানায় অভিযোগ হওয়ার পর আমরা তদন্ত করে পরে মামলা করে নিয়েছি। এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাকসাম পৌরসভা প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার জানান, ইদানিং দেখতেছি অনেক মাদ্রাসাই গড়ে উঠেছে, আসলে আমরা কাকে কি বলবো এটাই মুশকিল হয়ে উঠেছে।

এই দিকে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা খোকনের সাথে তার ব্যবহারিত নাম্বারে কথা বলতে চেষ্টা করলে, মিটিংয়ের ব্যস্ততা দেখিয়ে লাইনটি কেটে দেয় এবং পরে আলাপ করবে বলেও এখন পর্যন্ত কোন খবরই পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি