শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি শৈত্য প্রবাহ আসবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার ঢাকায় তাপমাত্রা ১৩ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামী দুই/তিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসারা পারভীন।

তিনি জানান, গত বছরের এই দিনের তুলনায় আজকে ঢাকা, খুলনা ও দিনাজপুরসহ অন্যান্য শহরে তাপমাত্রা অনেক কম।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, জানুয়ারীর প্রথম সপ্তাহে আরও একটি শৈত্য প্রবাহ আসবে তার আগে দু’একদিন আবারও বৃষ্টি হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি