শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সারা দেশে স্কুলগুলোতে চলছে বই উৎসব


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে স্কুলগুলোতে চলছে বই উৎসব।

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন পাঠ্য বই। আয়োজনকে ঘিরে বর্নিল সাজে সেজেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

২০২০ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন বই।

বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন, নতুন ক্লাসে ওঠার আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে বইয়ের মিষ্টি গন্ধ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে প্রায় চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে নতুন ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি