বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমনঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশিতে আত্মহারা ক্ষুদে শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারী) সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মজিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ্ আল মাহফুজ, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ আবু তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমাসহ প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেছেন, ‘বর্তমান আ’লীগ সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে’। অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, ‘আ’লীগ সরকার বছরের প্রথম দিনে নতুন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে’।

এছাড়া এদিন উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বই দিবস পালিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি