বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ২দিনেই গ্রেপ্তার ধর্ষক মজনু, রহস্যে ঘেরা কুমিল্লা সেনানিবাসের তনু


২দিনেই গ্রেপ্তার ধর্ষক মজনু, রহস্যে ঘেরা কুমিল্লা সেনানিবাসের তনু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

মাত্র দুই দিনের মধ্যেই ঢাবির ছাত্রীর ধর্ষক মজনুকে গ্রেপ্তার করতে পারলেও প্রায় চার বছরেও কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২য় বর্ষের ছাত্রী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে ধর্ষিত হন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পরপরই মুখ চেপে ধরে তাকে তুলে সড়কের পাশে নিয়ে ধর্ষণ করা হয়।

কয়েক ঘণ্টা পর চেতনা ফিরে পেয়ে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যান। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন তার বাবা।

সহপাঠী ধর্ষিত হওয়ার খবরে সেই রাত থেকেই ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাবি। মামলা তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে দেয়া হলেও র‌্যাবসহ পুলিশের অন্যান্য বিভাগ তদন্তে নামে।এরপর মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ধর্ষক মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব।

মাত্র দুইদিনের মধ্যে সিরিয়াল রেপিস্ট মজনুকে গ্রেপ্তার হলেও তনুর হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখনো অন্ধকারে তদন্ত। ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত চার বছরেও সম্পন্ন হয়নি। এমনকি এ মামলার আসামিও শনাক্ত হয়নি।

তনুর পরিবারের অভিযোগ, গত দুই বছর তদন্তকাজ স্থবির হয়ে আছে। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ করছে না।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, এখন আর কারো কাছে তনুর হত্যার বিচার চাইতে ইচ্ছা করে না। বিচার চাইতে গেলে নিজেদেরই অপরাধী মনে হয়।
তিনি অভিযোগ করে বলেন, মামলা তদন্তে কোনো অগ্রগতিই নেই। আমার নিরাপরাধ মেয়েটার হত্যার কথা মনে হলে এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, এখন শুধু বসে বসে মাস গুনি। কোথাও কোনো আশারবাণী শুনতে পাই না। মেয়ের শোকে তার বাবা ও আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বিচার চেয়েছি। মেয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। প্রায় চার বছর পার হলেও বিচারের কোনো লক্ষণ দেখছি না।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফিরেনি তনু। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে লাশ পায়।

পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যামামলা দায়ের করেন।
থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি কুমিল্লা।

তনুর দুই দফা ময়নাতদন্তে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। শেষ ভরসা ছিলো ডিএনএ রিপোর্ট।

এরপর সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলো।
পরে সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করার কথা থাকলেও তা করা হয়েছে কিনা এ নিয়েও সিআইডি বিস্তারিত কিছু বলছে না।

সর্বশেষ সন্দেহভাজন হিসেবে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিরা তনুর মায়ের সন্দেহ করা আসামি বলেও সিআইডি জানায়। তবে তাদের নাম জানানো হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি