শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


স্কলারশিপ পেয়ে চায়না যাচ্ছে কুমিল্লার সন্তান মোঃ তাহসিন আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০২০


আরিফ আজগরঃ

দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা বিনিময় চুক্তির অংশ হিসেবে চাইনিজ গভর্নমেন্ট ও প্রেসিডেন্ট স্কলারশিপ-২০২০ সুযোগ পেয়েছেন কুমিল্লার সন্তান মোঃ তাহসিন আহমেদ।

সে দৈনিক বাংলার আলোড়নের ফটো সাংবাদিক তুহিন আহমেদের ছেলে।

আগামী মার্চে তার চায়না যাওয়ার সকল প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তার এই অর্জনে আনন্দিত গোটা কুমিল্লাবাসী।

প্রসঙ্গত, উচ্চশিক্ষা বিনিময়ের লক্ষ্যে চীনের শীর্ষ পর্যায়ের দ্যা ইন্টারন্যাশনাল কলেজ অব নানজিং ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রি টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০২০-২০২১ একবছরের জন্য সমঝোতা চুক্তি হয়েছে। যার আওতায় এই স্কলারশিপ ছাড়াও প্রশিক্ষণ, ক্রেডিট ট্রান্সফার ও যৌথ গবেষণা কার্যক্রমের সুযোগ পাবে তাহসিন আহমেদ। কলেজটির রেগুলেশন অনুযায়ী স্কালারশিপে সে এক বছরের টিউশন ফি’র সমান পুরস্কার পাবে।

এর আগে তাহসিন আহমেদ কুমিল্লা ওয়াইডব্লিউসি, কুমিল্লা মডার্ণ হাইস্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। তার দাদা মৃত ডাঃ গোলাম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বাবা সাংবাদিক তুহিন আহমেদ তার ছেলের এই অর্জনের জন্য কুমিল্লার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি