মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ


স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যাতলেতিকো মাদ্রিদকে টাই ব্রেকারে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে জিনেদিন জিদানের দল। সৌদি আরেবর জেদ্দায় নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-১ গোলের জয় নিশ্চিত করে গ্যালাক্টিকোরা।

স্প্যানিশ সুপার কাপের ট্রফি নিয়ে রিয়ালমাদ্রিদের ১১তম উতসব। ইউরোপ ছেড়ে মধ্য প্রাচ্যে গ্যালাক্টিদোর ধুন্ধুমার ফুটবল নাইট। লসব্ল্যাঙ্কো বস জিনেদিন জিদান ট্যাকটিক্সে কুপোকাত দিয়াগো সিমিওনে।

জেদ্দায় মাদ্রিদ ডার্বিতে ফরমেশন নিয়ে কাটাছেড়া শেষে ৪-৩-২-১ এই শিষ্যদের মাঠে নামালেন রিয়াল কোচ জিদান।বিপরিতে ৪-৪-২ এর সরল ছকে অ্যতলেতিকো কোচ দিয়াগো সিমিউনে।

গোল মুখ বাচিয়ে খেলার প্রবণতা দুই দলেরই। গোছালো আক্রমনে গেছে লসব্ল্যাঙ্কোরা।তবে বিচ্ছিন্নভাবে পাওয়া সুযোগ হাতছাড়া করেছে অ্যাতলেতিকো।

দ্বিতীয়ার্ধে আরো দুর্বার রিয়ালের বেলিজিয়ান গোল কিপার থিবো কর্তোয়া, বিপরিতে রামোস, ক্যাসিমিরোদেরও বুড়ো আঙ্গুল দেখিয়েছেন অ্যাতেলেতিকো গোল রক্ষক হ্যানও ব্লাক। র্নিদারিত ৯০ মিনিট গোল শুন্য, ফলাফলের জন্য অতিরিক্ত আরো তিরিশ মিনিট, ১১৫ মিনিটের মাথায় উরুগুইয়ান মিডফিল্ডার সান্তিয়াগো ভালবার্দে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের রিয়ালের বিপক্ষেও পেরে ওঠেনি অ্যাতেলেতিকো মাদ্রিদ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ডিরেক্ট শুটে কার্বাহাল, রদ্রিগো আর লুকা মদ্রিসের নিশানাভেদি শটের বিপরিতে অ্যাতলেতিকোর সাউল, পার্তে ব্যর্থ স্কোর এনে দিতে, অ্যতলেতিকোর একমাত্র গোলটি আসে ত্রিপিয়েরের শট থেকে, এরপর সার্জিয়ো রামোস হ্যামারে নগর প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ৪-১ এর জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি