বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসির গোলে জয় বার্সেলোনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

লিওনেল মেসির লক্ষ্যভেদে লা লিগায় গ্রানাডার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। একইসঙ্গে কাতালান ক্লাবটির দায়িত্ব নিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই জয়ের মুখ দেখলেন কোচ কিকে সেতিয়েন।

মৌসুমে গ্রানাডার মাঠে প্রথম সাক্ষাতে ২-০ গোলে হেরে বসেছিল বার্সেলোনা। ঘরের মাঠে প্রতিশোধের মিশনে নামা বার্সা ৮৩ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণের ঝড় বইয়ে দেয়। স্কোরলাইন তাই সেতিয়েনের শিষ্যদের পারফরম্যান্স বোঝাতে ব্যর্থ হচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচ জুড়ে একচেটিয়া প্রাধান্য বিস্তার করলেও গোলের জন্য বার্সেলোনাকে হাহাকার করতে হয়।

বিরতির পর ৬৯ মিনিটের মাথায় মেসিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার সানচেস। তাতে গ্রানাডা দশজনের দলে পরিণত হয়।

৭৬ মিনিটে আর্তুরো ভিদালের পাসে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। চলতি লা লিগায় এটি মেসির ১৪তম গোল; সব প্রতিযোগিতা মিলে মৌসুমে তার গোলের সংখ্যা এখন ১৭টি। ম্যাচ শেষে মেসি বন্দনায় মেতে ওঠা কিকে সেতিয়েনের ভাষ্য, মেসি অনন্য, তার মতো আরেকজন ফুটবলার পাওয়া অসম্ভব।

এই জয়ের ফলে ২০ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি