শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে বাজার ও আশেপাশের সরকারি জমি দখলে নিচ্ছে প্রভাবশালীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দির ব্যস্ততম ইলিয়টগঞ্জ বাজার ও এর আশ পাশের এলাকায় কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। কেউ কেউ প্রকাশ্যেই পাকা ইমরাত তৈরী অব্যাহত রেখেছে। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের উদাসীনতার কারণে প্রকাশ্যেই সরকারি সম্পত্তি দখলের হিড়িক পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দির ইলিয়টগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজারের বিটতলা মৌজায় মুরাদনগর রাস্তার মাথায় পানি উন্নয়ন বোর্ড ও সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত প্রায় ২৬ শতক সরকারি জমির মধ্যে পাকা ইমরাত করে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার লাজুর গ্রামের হুমায়ুন কবির।

খবর পেয়ে এরই মধ্যে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম শেখ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। অপর দিকে বাজারের দক্ষিণ-পূর্ব পাশে শবদলপুর রাস্তার মোবারক পুর মৌজায় ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমি দখল করে ইমারত তৈরী করে দখল করে নিচ্ছেন স্থানীয় বাতেন মুন্সী, শাহজাহান সিরাজ, মোহন মিয়া, ইয়াছিন মোল্লা, বাতেন মোল্লা, এমদাদ মিয়াজী, হুমায়ুন সিরাজ ও আকতার মুন্সী।

এছাড়াও ওই বাজার এবং একই ইউনিয়নের আরও কয়েকটি স্পটে সরকারি বিপূল পরিমাণ সম্পত্তি বেদখল করে নিয়েছে প্রভাবশালীরা। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: সফিকুল ইসলাম এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়ায় দিনের পর দিন এসব সরকারী সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: সফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তিনি প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করেই সরকারি সম্পত্তি রক্ষায় বেদখলের তালিকা তৈরি করে এরই মধ্যে উপজেলা ভূমি অফিসে প্রেরণ করেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম শেখ জানান, ইলিয়টগঞ্জ বাজার ও ইউনিয়ন এলাকায় সরকারি সকল সম্পত্তি দখলমুক্ত করতে এরই মধ্যে একটি স্পটে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ওই বাজারের অন্যান্য স্থানের সরকারি সম্পত্তি রক্ষায়ও যথাযথ পদক্ষেপ নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি