শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। নতুন চন্দ্রবর্ষ উদযাপন সামনে রেখে ঘরমুখী মানুষের চলাচল নিয়ন্ত্রণে শুক্রবার চীনের ১০টি শহরে গণপরিবহন ও সংশ্লিষ্ট এলাকার মন্দির বন্ধের পাশাপাশি পর্যটন গন্তব্য ‘নিষিদ্ধ শহর’ ঘোষণা করেছে। এছাড়াও গ্রেট ওয়ালের একটি অংশ ও সাংহাই ডিজনিল্যান্ড থিম পার্কও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ। স্পুটনিক, রয়টার্স

নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটিতে চীনের কয়েক কোটি মানুষ একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াত করলে ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কঠোর ব্যবস্থা নেয়া হয়। হুবেই প্রদেশের রাজধানী উহানে শ্বাসযন্ত্রের সংক্রামক এই প্রাণঘাতী রোগটির সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বের অনেক দেশই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখনও অবধি বেশিরভাগ মৃত্যুর মুখোমুখি হয়েছে চীনে তবে থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাইরাস সনাক্ত করা গেছে। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা ভালোভাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পর্যটক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অবাধ যাতায়াতে শিথিল করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের এ পরিস্থিতিকে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। নতুন শনাক্ত ভাইরাসটি কতটা বিপজ্জনক ও কীভাবে তা মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে তা এখনও জানা যায়নি বলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো জ্বর, শ্বাসকষ্ট ও কাশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি