শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হেলিকপ্টার বিধ্বস্তে মেয়েসহ মার্কিন কিংবদন্তি বাস্কেটবল তারকা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট (৪৯) এবং তার কিশোরী কন্যা গিয়ান্না (১৩) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টার চালকসহ মোট ৯ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের হয়ে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে স্বর্ণ জেতেন ব্রায়ান্ট। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল” শর্টফিল্মের জন্য জেতেন অস্কার পুরস্কার।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এস-৭৬ কপ্টার ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পাহাড়ী অঞ্চলে ভেঙে পড়ে।

খেলার জন্য মেয়েকে পৌঁছে দিতেই হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন ব্রায়ান্ট। দুর্ঘটনায় মৃতদের মধ্যে আছেন গিয়ান্নার খেলার দলের আর এক সদস্য এবং তার অভিভাবক। ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা।

এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন কোবি ব্রায়ান্ট। লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। অবসরে যান ২০১৬ সালে। জিতেছেন পাঁচটি এনবিএ চ্যাম্পিয়নশিপ।

লস অ্যাঞ্জেলস লেকার্স দলের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন কিংবদন্তি তারকা ব্রায়ান্টের অকাল ম্তৃ্যুতে মর্মাহত এনবিএ দুনিয়া। এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার এক বিবৃতিতে বলেছেন, লস অ্যাঞ্জেলসে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন ব্রায়ান্ট। এই শহরে তার প্রভাব গভীর।

লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তি তার শোক বার্তায় বলেন, লস অ্যাঞ্জেলসবাসীর হৃদয়ে চিরদিন থাকবেন ব্রায়ান্ট। আমাদের সর্বকালের অন্যতম সেরা নায়ক হিসেবে তাকে স্মরণ করা হবে।

লেকার্সের হয়ে যে দুটি জার্সি নাম্বার তিনি পরিধান করেছিলেন, সেই ‘৮’ এবং ‘২৪’ নম্বরের জার্সি আর কাউকে দেয়া হবে না বলে জানিয়েছে ক্লাব। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুটি নম্বরের জার্সি তার স্মরণে রেখে দেয়া হলো।

৬ ফিট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের ব্রায়ান্টকে বলা হয় ঈশ্বর প্রদত্ত প্রতিভা। ১৯৯৬ সালে তিনি হাই স্কুলের গণ্ডি পার হয়েই সরাসরি এনবিএ লীগ খেলতে শুরু করেন। ওই সময় তিনি ছিলেন লীগের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। জেরি ওয়েস্ট, উইল্ট চেম্বারলিন, করিম আব্দুল জব্বর এবং ম্যাজিক জনসনের রেখে যাওয়া শ্রেষ্ঠত্বের ব্যাটন নিজের হাতে তুলে নেন ব্রায়ান্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি