শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ধানের শীষে ভোট দিয়েছেন বলতেই মারধর ছাত্রলীগের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্রে ধানের শীষে ভোট দেওয়ায় এক ব্যক্তিকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা সোয়া ১০টার দিকে কার্জন হলের সামনে এ ঘটনা ঘটে।

সকাল ১০টার দিকে কার্জন হল কেন্দ্রে ভোট দেন ওই ব্যক্তি। ভোট দিয়ে বের হওয়ার পর বাইরে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর কাছে জানতে চান, তিনি কোন প্রতীকে ভোট দিয়েছেন। ওই ব্যক্তি ধানের শীষে ভোট দিয়েছেন বলতেই তাঁকে মারধর শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা তাকে মারতে মারতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের দিকে নিয়ে যান।

আজ সকাল আটটা থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ঢাকা দক্ষিণের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি হাতেগোনা। সব কেন্দ্রের বাইরেই অবস্থান নিয়েছেন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের প্রার্থীদের তথ্যসহায়তা কেন্দ্র আছে, অন্য কারও নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম। প্রথম সোয়া দুই ঘণ্টায় সেখানে সব মিলিয়ে ৬০টির মতো ভোট পড়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি