মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দারাজের ভ্যালেন্টাইন অফার:হেলিকপ্টার রাইডের সুবর্ণ সুযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) চতুর্থবারের মতো আয়োজন করল ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন।

১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনলাইন ক্যাম্পেইন।

উন্মাদনাপূর্ণ এই সেল ইভেন্টে রয়েছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, মেগা ডিলস, গিফট আইটেমস (চকলেট, ফুল, টেডি বেয়ার, পারফিউম) হ্যাপি আওয়ার ভাউচার, শেক শেক ভাউচার, গ্লোবাল কালেকশন ভাউচার, নতুন কাস্টমারদের জন্য ওয়েলকাম ভাউচারসহ আরও অনেক আকর্ষণ।

দারাজ ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে র্যা ফেল ড্র বিজয়ীর জন্য থাকছে হেলিকপ্টার রাইডের সুবর্ণ সুযোগ।

এ ছাড়া দেশের ছয় বিভাগ- রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে রোড শো- যার মাধ্যমে কাস্টমাররা গেমসে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন গ্লোবাল পুরস্কারসহ অনেক কিছু।

গ্রাহকদের জন্য দারাজ অ্যাপে থাকছে ফ্রুট ক্রাশের মতো মজাদার গেম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে তারা জিতে নিতে পারেন ৮ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকার ভাউচার।

ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে– মাত্র ২৪ হাজার টাকায় আই লাইফ জেড এয়ার ল্যাপটপ, ৮ হাজার টাকায় ৩২” ভাইকান এলইডি টিভি, ১,৬৫০ টাকায় নেভিফোরস মেন্স ওয়াচ, মটোরোলা ওয়ান অ্যাকশন ফোন মাত্র ২১ হাজার ৩২০ টাকায় এবং ২৬ হাজার ৩০০ টাকায় কক্সবাজার হোটেল রয়েল টিউলিপে ২ রাত ও ৩ দিনের হানিমুন প্যাকেজ।

এ ছাড়া দারাজ (daraz.com.bd) দিচ্ছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে সেভিংস অফার।

ফেব্রুয়ারি ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউসিবি ব্যাংকের মাধ্যমে প্রিপেমেন্ট করলে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত সেভিংস (সর্বোচ্চ ক্যাপঃ ২,০০০ টাকা)।

এ ছাড়া বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১০ শতাংশ (সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত) বিকাশ ক্যাশব্যাক সুবিধা এবং বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসাকার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০ শতাংশ মূল্য ছাড় (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি