বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গোপালগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে প্রভাবশালীর পুকুর খনন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জে ২টি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে রাতের অন্ধকারে পুকুর খননের অপরাধে দখলদার প্রভাবশালী মামুন খোন্দকারকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন এ রায় দেন।

দুপুরে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠ দখল মুক্ত করতে বিক্ষোভ করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমীন, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের চর বয়রা-ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয় ও সিবি ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ঘোনাপাড়া গ্রামের রেজাউল হক খোন্দকারের ছেলে মামুন খন্দকার গত ৩০ জানুয়ারি রাতের অন্ধকারে পুকুর খনন করেন। এ খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান। জায়গা পরিমাপ করে স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে পুকুর খনন করার সত্যতা পেয়ে মামুনকে সাজা দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি