বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এ মাসেই বিয়ে, উহান থেকে ফেরার আকুতি তরুণীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটে আনা হয়নি অন্ধ্রপ্রদেশের তরুণী আন্নেম জ্যোতিকে। জ্বর থাকায় করোনাভাইরাস সংক্রমণের ভয়ে দ্বিতীয় ফ্লাইটেও জায়গা হয়নি জ্যোতির। এদিকে, চলতি মাসেই তাঁর বিয়ে। এমন অবস্থায় প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে দেশে ফিরতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওই তরুণী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন এ খবর জানিয়েছে।

আন্নেম জ্যোতি জানিয়েছেন, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটে ওঠার আগে স্ক্রিনিংয়ের সময় বাদ পড়েন তিনি ও তাঁর এক সহকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় জ্যোতি বলেন, ‘আমাদের ৫৮ জনের উহান থেকে ভারতে ফেরার প্রথম ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু জ্বর থাকায় আমার সহকর্মী সত্য সাই কৃষ্ণ ও আমাকে সেই ফ্লাইটে তোলা হয়নি। বিমানে থাকা চিকিৎসকরা জানান, আমরা দ্বিতীয় ফ্লাইটে ফিরতে পারব।’

শিক্ষানবিশ ওই প্রকৌশলী তরুণী জানান, এর কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের কাছে ফোন আসে। জানানো হয়, জ্বর থাকায় দ্বিতীয় ফ্লাইটেও তোলা হবে না তাঁদের। আন্নেম জ্যোতির দাবি, ‘আমরা ভাইরাস আক্রান্ত কিনা, তা নিয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছুই জানায়নি। কিন্তু আমাদের শরীরে এখন সংক্রমণের কোনো উপসর্গ নেই। আমরা সুস্থতার প্রমাণ দিতে প্রস্তুত।’

মেয়েকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন জ্যোতির মা প্রমীলা। তিনি জানান, বেঙ্গালুরুর বাসিন্দা এক পাত্রের সঙ্গে এ মাসেই বিয়ে ঠিক হয়েছে জ্যোতির। তার আগে মেয়ে উহানে আটকে পড়ায় দুশ্চিন্তায় গোটা পরিবার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি