শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যানসারকে পরাজিত করা ৫ বলিউড তারকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বিশ্ব ক্যানসার দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ রোগ প্রতিরোধে চলছে নানা সচেতনতামূলক আয়োজন। চলতি বছর এ দিবসটির ২০তম বার্ষিকী। ক্যানসার নির্মূলের প্রত্যয় নিয়ে এবারের প্রতিপাদ্য ‘আমি আছি, থাকব’।

বেশ কয়েকজন বলিউড তারকা ক্যানসারকে পরাজিত করেছেন এবং এর মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিনিয়ত উজ্জীবিত করে চলেছেন। এবার কয়েকজন বলিউড তারকার গল্প শোনা যাক, যাঁরা ক্যানসারকে পরাজিত করে নতুন জীবনকে স্বাগত জানিয়েছেন। প্রাণভরে নিচ্ছেন সজীব নিশ্বাস। লড়াইয়ে জেতার পর হয়ে উঠেছেন বহু মানুষের প্রেরণা।

সোনালি বেন্দ্রে

বলিউডের একসময়ের অন্যতম আলোচিত নায়িকা সোনালি বেন্দ্রে। সেই তিনিই যখন টুইটারে ঘোষণা দেন মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত, তখন বিনোদন অঙ্গন স্তব্ধ হয়ে যায়। চিকিৎসার জন্য সোনালি চলে যান নিউইয়র্কে। ওই দিনগুলোতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন, ভক্তদের জানান নিজের আপডেট। চলে ভক্তদের প্রার্থনা। অবশেষে ক্যানসারকে পরাজিত করেন সোনালি। অভিনন্দনের বন্যা বয়ে যায় সোশ্যালে।

মনীষা কৈরালা

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা জরায়ু ক্যানসারে আক্রান্ত হন। পরে তিনি চিকিৎসার জন্য চলে যান নিউইয়র্কে। ২০১৫ সালে বেশ কয়েকটি কেমোথেরাপি ও সার্জারির পর অবশেষে ক্যানসারকে পরাজিত করেন মনীষা।

ঋষি কাপুর

২০১৮ সালের ডিসেম্বরে বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের শরীরে ক্যানসার ধরা পড়ে। পরে তিনি স্ত্রী নীতুকে নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানেই চলে তাঁর চিকিৎসা। শুরুর দিকে পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। পরে জানানো হয়, তিনি বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক বছর নিউইয়র্কে চিকিৎসার পর ক্যানসারকে পরাজিত করে ২০১৯ সালের অক্টোবরে দেশে ফেরেন ঋষি।

ইরফান খান

অভিনেতা ইরফান খান বিরল রোগ নিউরনডকট্রিন টিউমারে আক্রান্ত, এ খবর প্রকাশের পর বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পরে ইরফান চিকিৎসার জন্য লন্ডনে যান এবং এ মরণব্যাধিকে পরাজিত করেন। চিকিৎসা চলাকালে মিডিয়ার মনোযোগ থেকে একদম দূরে সরে যান এ অভিনেতা। ক্যানসারকে পরাজিত করে ২০১৯ সালের এপ্রিলে শুরু করেন তাঁর আগামী ছবি ‘আংরেজি মিডিয়াম’-এর শুট।

অনুরাগ বসু

পরিচালক অনুরাগ বসু ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ২০০৪ সালে। ডাক্তাররা বলেছিলেন, দুই মাসের বেশি বাঁচবেন না। তবে এ লড়াইয়ের জেতেন অনুরাগ, চিকিৎসার মাধ্যমে পরাজিত করেন ক্যানসারকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি